চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বৃহস্পতিবার দু’দিনব্যাপী “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ শাহেদ পারভেজ।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সরকার অসীম কুমারের সভাপতিত্বে বক্তব্য দেন, এডিসি (শিা ও আইসিটি) শাহেদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন, বিসিএসআইআর, ঢাকার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান,
প্রধান বেজ্ঞানিক কর্মকর্তা ড. সুলতানা আঞ্জুমান আরা,
বৈজ্ঞানিক কর্মকর্তা কণিকা মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা লিটন মুন্সি, বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল কুদ্দুস, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন।