চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলার তেনাচেড়া-কাটাখালী পাকা সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া উঠেছে। জানা যায়, সড়কটি তেনাচেড়া হতে আনকুটিয়া গোরস্থান পর্যন্ত ,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৭১ লাখ ২৯ হাজার ৫৪৫ টাকা ব্যয়ে জনগুরুত্বপূর্ণ এই সড়কের কার্পেটিং এর কাজ করা হয়।
এ সড়কটির কাজ করেছেন পাবনার ঠিকাদার মাসুদুর রহমান। কিন্তু কাজ শেষ হতে না হতেই পাথরের কাপেটিং বিটুমিনের টুকরোগুলো উঠে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছে। যানবাহন স্লিপ কেটে মারাত্মক দূর্ঘটনার ঘটার আশঙ্কা করা হচ্ছে।
কোথাও কোথাও পাথরের টুকরো উঠে গিয়ে গর্তের সৃষ্টি হচ্ছে। আগামী বর্ষা মৌসুমে সড়কটি পুনরায় চলাচলের অযোগ্য হয়ে পড়বে বলে ধারনা করা হচ্ছে।
এব্যাপারে চাটমোহর উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, সড়কটি সংস্কার কাজ শেষ হয়েছে। এই সড়ক সংস্কারের কোন প্রকার অনিয়ম হয়নি। একটি গোষ্ঠি এই সড়ক সংস্কার নিয়ে অপপ্রচার চালিছে। যার কোন ভিত্তি নেই।