চাটমোহর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আবদুল হামিদ মাস্টার (ঘোড়া মার্কা) তোরণ নির্মাণ করায় ৫ হাজার টাকা, আবদুল আলীম (দোয়াত-কলম) দু’টি প্রচারমাইক একই ভ্যানে ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগে ২ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলম (মাইক মার্কা) কাঠের ফ্রেমে পোস্টার লাগানোর অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেড় শতাধিক বিলবোর্ড ও ৫টি তোরণ অপসারণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের মাত্রা ততই বেড়ে যাচ্ছে। তাই নির্বাচনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান চালানো হয়েছে এবং এখন থেকে এ অভিযান অব্যাহত থাকবে।’