শিরোনামঃ

আজ বুধবার / ২৮শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ১৩ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি / এখন সময় সকাল ৭:০৭

চাটমোহরে তিন প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর জরিমানা আদায় এবং বিলবোর্ড ও তোরণ অপসারণ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এসিল্যান্ড মোঃ ইকতেখারুল ইসলাম।বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৌর শহর থেকে শুর করে বিভিন্ন এলাকায় থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন তিনি।

চাটমোহর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আবদুল হামিদ মাস্টার (ঘোড়া মার্কা) তোরণ নির্মাণ করায় ৫ হাজার টাকা, আবদুল আলীম (দোয়াত-কলম) দু’টি প্রচারমাইক একই ভ্যানে ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগে ২ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলম (মাইক মার্কা) কাঠের ফ্রেমে পোস্টার লাগানোর অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেড় শতাধিক বিলবোর্ড ও ৫টি তোরণ অপসারণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের মাত্রা ততই বেড়ে যাচ্ছে। তাই নির্বাচনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান চালানো হয়েছে এবং এখন থেকে এ অভিযান অব্যাহত থাকবে।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap