চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ট্রেনের টিকিট কালোবাজারী মহরম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত উপজেলার মূলগ্রম ইউনিয়নের মহরমখালী গ্রামের আব্দুল করিমের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানায়, গত ২৪ আগষ্ট শতাধিক ট্রেনের টিকিটসহ আবিদ হাসান সুজন ও রায়হান হোসেন নামে দুই টিকিটকালোবাজারীকে আটক করে হেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে এই টিকিট কালোবাজারী চক্রের বেশ কয়েকজনের নাম ওঠে আসে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে টিকিট কালোবাজারীর সাথে জড়িত থাকার অভিযোগে মহরম হোসেন কে আটক করা হয়। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।