নিজস্ব প্রতিনিধি পাবনার চাটমোহরে মাটির ট্রলির চাপায় রিতা গমেজ (৭০) নামক এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ফৈলজানা খ্রিষ্টান পল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
রিতা গমেজ ফৈলজানা খ্রিষ্টান পল্লীর পররোকগত ইগ্নাসিউস গমেজের স্ত্রী।
ফৈলজানা ইউপি সদস্য লোকমান হোসেন জানান, মাটিবাহী ট্রলি মাটি নিয়ে চালক মাস্তান বাজার থেকে ফৈলজানা এলাকায় যাচ্ছিলেন। এ সময় খ্রিষ্টান পল্লীর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন রিতা গমেজ। অসাবধানতাবশত ট্রলির ধাক্কায় গুরতর আহত হন রিতা গমেজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
শরৎগঞ্জ ফাঁড়ি পুলিশ ও চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাটমোহর থানা ভার প্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, এ ব্যাপারে এখনো কোনো এজহার বা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চালক পলাতক রয়েছে। ঘাতক ট্রলিটি পুলিশ হেফাজতে আছে।
