চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে সোমবার (১১ মার্চ) সন্ধায় রামচন্দ্রপুরে এলাকায় সড়ক দূর্ঘটনায় আলিফ হোসেন নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ হোসেন চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে ও রামচন্দ্রপুর-মলিøকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, চাটমোহর-বাঘাবাড়ি সড়কে রামচন্দ্রপুর নামকস্থানে রাস্তা পারাপারের সময় যমুনা পেট্রোলিয়াম পরিবহন ঢাকা মেট্রো ঢ-১৪-১৯৫০ ফরিদপুর দিকে দ্রæতগামী ট্যাঙ্ক লড়ির চাকায় পিষ্ঠ হয়ে শিশু আলিফ ঘটনাস্থলেই মারা যায়। ট্যাঙ্ক লড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ভাঙ্গুড়া ভেড়ামারা বাজারে জনতা আটক করে। দূর্ঘটনার সত্যত্যস্বীকার করেছেন রামচন্দ্রপুর ইউপি সদস্য মোজাম্মেল হক।