চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে শুক্রবার হরিপুর মাঠে উদ্বোধন হলো পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি।
সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, পাবনার পুলিশ সুপারের প্রতিনিধি এএসপি (চাটমোহর সার্কেল) ফজল ই খুদা পলাশ। শুভেচ্ছা বক্তব্য দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার।
এসময় খেলা পরিচালনা কমিটির আহবায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শফিউল ইসলাম, চাটমোহর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার, সাবেক এমপি এ্যাড. একেএম সামসুদ্দিন খবির, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকরাম আলী, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত দেবনাথ,
ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদ আলী, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শহিদুল হক মানিক, ক্রীড়া সংস্থার ফুটবল সাব কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, চাটমোহর সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,
চাটমোহর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর আঃ মান্নান, পিসিডির নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ শফিকুল আলম, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, মুলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল,জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চাটমোহর উপজেলা একাদশ ও সুজানগর উপজেলা একাদশ। খেলায় চাটমোহর ২-১ গোলে সুজানগরকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠে।
জেলার তিনটি ভেন্যুতে এই খেলা অনুষ্ঠিত হবে বলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান। চাটমোহরে দুটি খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া পাবনা সদর ও সাঁথিয়া উপজেলায় খেলা হবে। আজ শনিবার টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় চাটমোহরের হরিপুর ভেন্যুতে প্রতিদ্বন্দ্বিতা করবে ঈশ্বরদী উপজেলা একাদশ ও ফরিদপুর উপজেলা একাদশ।