চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে শনিবার আলোচিত মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা হলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) শেখ নাসীর উদ্দিন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালি গ্রামে বৃহস্পতিবার সকালে এক মাদ্রাসা ছাত্রীকে পাশের বালুদিয়ার গ্রামের মোকছেদ আলী ছেলে রাজমিস্ত্রি রঞ্জু হোসেন ধর্ষণের চেষ্টা করে।
ধর্ষিতার পিতা জানান, আমার সাথে রঞ্জুর বন্ধুত্ব সম্পর্ক। যে কারণে সে আমার বাড়িতে প্রতিনিয়ত আসতো। আমার মেয়ের জন্ম নিবন্ধন কার্ড ইঁদুরে কেটে ফেললে বিষয়টি সে রঞ্জুকে জানায়।
এদিন মাদ্রাসায় যাওয়ার পথে রঞ্জু আমার মেয়েকে জন্মনিবন্ধন কার্ড দেওয়ার কথা বলে মহরমখালি গ্রামে সেনেটারী মালপত্র বানানোর কারখানার একটি নির্জন ঘরে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে কারখানা ঘিরে ফেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রঞ্জুকে আটক করে মেয়েকে উদ্ধার করে।