চাটমোহর (পাবনা) প্রতিনিধি : দ্বিতীয় ধাপে পাবনার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৫, পুরুষ ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জনসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জমাদানের শেষ দিন সোমবার (১৮ ফেব্রæয়ারি) বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার মো. রুহুল আমীন মনোনয়নপত্র জমা নেন।
চেয়ারম্যান পদে মোট ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামীলীগ হতে নৌকা প্রর্তীকে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সাখোওয়াত হোসেন সাখো মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আরো ৪ জন উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরা হলেন, পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আবু হায়াত মো. কামাল জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল আলীম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট আব্দুল ছাত্তার স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ইছাহক আলী মানিক, আওয়ামীগ নেতা সোলাইমান হোসেন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলম, যুবলীগ নেতা শরিফুল ইসলাম শরীফ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান পান্না।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক বেগম সাজেদা রহমান, আওয়ামীলীগ নেত্রী দেলোয়ারা হালিম, ফিরোজা পারভীন ও আরোফিন আক্তার লিলি মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা নেন উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীন ও থানার অফিসার ইনচার্জ শেখ নাসির উদ্দিন।