মোস্তাফিজুর রহমান, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে জেলেদের জালে ভেসে উঠলো মানুষের কাটা পা। বুধবার মূলগ্রাম এলাকায় চিকনাই নদী থেকে কাটা পা উদ্ধার করা হয়। প্রত্যদর্শীরা জানান, চিকনাই নদীতে স্থানীয় কয়েকজন জেলে জাল দিয়ে দুপুরে মাছ ধরার সময় কাপড় দিয়ে মোড়ানো পা ভেসে উঠে।
কাপড় খুলে মানুষের কাটা পা দেখে ভয় পেয়ে যান জেলেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাটা পা উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার ওসি শেখ নাসীর উদ্দিন জানান, কাটা পা পুরুষ না নারীর সেটা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।