মোস্তাফিজুর রহমান/এস,এ মারুফ, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে শুক্রবার চলন্ত গাড়ী থেকে ছিটকে পড়ে খালেদা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের শামসুল আলমের স্ত্রী।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার সকালে জার্দিস মোড় থেকে হান্ডিয়ালে যাওয়ার জন্য শ্যালো ইঞ্জিল চালিত নছিমনে চড়ে স্বামী ও স্ত্রী। তারা দুজনই গাড়ীটি সামনে বসে ছিলেন। বওসা ব্রীজ এলাকায় গাড়ীটি ব্রেক করলে চলন্ত গাড়ী থেকে খালেদা সামনে দিকে ছিটকে পড়ে চাকার নিচে চাপা পড়েন।
এসময়ে তার মাথা ও শরীরে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।