মোসতাফিজুর রহমান, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর উপজেলার কয়েকটি ইউনিয়নের কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে লিচু, আম, কাঁঠাল, ঘরবাড়ী ও উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার সন্ধা ও রাত ৩টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়। ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পাওয়া না গেলেও এতে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে উপজেলা বিভিন্ন গ্রামের কৃষকরা জানিয়েছেন।
কৃষক রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন জানান, ডিবিগ্রাম ইউয়িনের খৈরাশ, কাটাখালী, বামনগ্রাম, গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর, জালেশ্বর, নতুনপাড়া, জাবেকোলসহ আশে-পাশের গ্রামের লিচু বাগানে শিলা ও ঝড়ে ঝড়ে লিচু, আম, কাঁঠাল, রসুন, পিয়াজ, গমসহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।