শিরোনামঃ

আজ শনিবার / ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ৭ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ৫ই জমাদিউস সানি ১৪৪৬ হিজরি / এখন সময় সকাল ৬:০০

চাটমোহরে উচ্চ ফলনশীল তিলচাষ প্রদশর্নী কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উচ্চ ফলনশীল জাতের তিল চাষ প্রর্দশনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চড়পাড়া গ্রামে সোমবার (২৪ জুন) সকাল ১১ ঘটিকায় এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি)।
পিসিডির আরএমটিপি এর প্রকল্প ব্যবস্হাপক মো: রাসেল আহম্মদ এর সঞ্চালনায় কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিসিডির নির্বাহী পরিচালক আলহাজ্ব মো: শফিকুল আলম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন পিসিডির রেইজ কর্মসূচির সমন্বয়কারী আঃ রাজ্জাক ও পিসিডি কৈশোর কর্মসূচি প্রকল্পের সিনিয়ার প্রোগ্রাম অফিসার জনাব আব্দুল গণি।
চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাসান মাহমুদ তিল চাষের গুরুত্ব তুলে ধরে বলেন, তিলের তেলে বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে। এই তেল মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। কৃষকদের উচ্চ ফলনশীল তিল চাষের পরামর্শ দেন তিনি।
স্থানীয় তিল চাষী মো: কামরুল ইসলাম বলেন, এ বছর ৫০শতক জমিতে উচ্চ ফলনশীল বিনা-৪ জাতের তিল চাষ করেছি। ক্ষতিকর রাসায়নিক সারের পরিবর্তে জমিতে জৈব সার, ভার্মি কম্পোস্ট, কেঁচো সার ও জৈব বালাইনাশক ব্যবহার করেছি। কম খরচ ও ফলন ভালো হয়েছে। আশা করছি, ৮মণ তিল উৎপাদিত হবে।
পিসিডির নির্বাহী পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলাম বলেন, জমিতে জৈব সার ব্যবহারের উপকারিতা তুলে ধরে বলেন, জৈব সার মাটিতে প্রয়োগের ফলে মাটি তার হারানো শক্তি ফিরে পায়। রাসায়নিক সারের তুলনায় জৈব সারে খরচ কম হয়। ভার্মি কম্পোস্ট সার বা কেঁচো সার ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে এবং অধিক ফলন হয়। উচ্চ ফলনশীল জাতের তিল চাষ প্রর্দশনীর কৃষক মাঠ দিবসে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap