চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা। আটককৃত হলো, পৌরসভার আফ্রাতপাড়া হাসেম আলীর ছেলে ইসমাইল হোসেন ওরফে ইদুল (১৯)।
র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানী কমান্ডার মেজর এস,এম মোর্শেদ হাসান পিএসসি জানায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কাজীপাড়া মহলøা থেকে মাদক বিক্রেতা ইসমাইল ওরফে ইদুলকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, সিএনজি চালিত অটোরিকশা একটি ও নগদ ৬শ’ টাকা। এব্যাপারে থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানায়, থানায় মাদকদ্রব্যে আইনে একটি মামলা হয়েছে।