চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে দুর্বৃত্তরা এক ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বোয়ালমারী ব্রিজের উপর।
আহতরা হলেন উপজেলার নিমাইচড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী কামরুজ্জামান খোকন (৫০) ও যুবলীগ নেতা সাকাওয়াত হোসেন (৩০)। আহত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকনের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে ইউপি চেয়ারম্যান মোটর সাইকেলযোগে তার ইউনিয়নের ধানকুনিয়া থেকে চাটমোহরের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বোয়ালমারী ব্রিজের উপর সশস্ত্র দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে এলাপাথারি কুপিয়ে জখম করে।
এসময় চেয়ারম্যানের সাথে থাকা যুবলীগ নেতা সাকাওয়াতকেও কুপিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত চেয়ারম্যান দুর্বৃত্তদের চিনতে পেরেছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে চাটমোহর থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে এখন পর্যন্ত কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হামিদ মাস্টারের পক্ষ নির্বাচন করছেন। চেয়ারম্যানের স্বজনদের অভিযোগ প্রতিপক্ষ দ্বারাই চেয়ারম্যান আক্রান্ত হয়েছেন।