চাটমোহর (পাবনা) প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি এ শেøাগানে পাবনার চাটমোহর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে মঙ্গলবার জাতীয় ইঁদুর নিধন অভিযান শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপল্েয একটি র্যালী বের হয়। র্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদÿিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান রশীদ হোসাইনী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম, পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা কৃষক লীগের সভাপতি আঃ মান্নান মোন্নাফ প্রমুখ। এসময়ে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।