চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বৃহস্পতিবার র্যাবের একটি দল প্রায় অর্ধকোটি টাকার নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নাটোর-৫ এএসপি মো. আজমল হোসেনের নেতৃত্বে চাটমোহর ছাইকোলা গ্রামের অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্বার করে।
আটককৃতরা হলেন, ছাইকোলা গ্রামের মাদক ব্যবসায়ী মন্টু ফকিরের স্ত্রী হাফিজা খাতুন (৩৫), মৃত আতাহার আলীর ছেলে হাবিল উদ্দিন (৩০) ও মৃত কবির প্রামানিকের ছেলে নায়েব আলী (৪০)। এসময়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৯ হাজার ৫শ ৫০ পিস ইয়াবা জব্দ করে। থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানায়, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।