মোস্তাফিজুর রহমান : স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস চাটমোহর ইসলামিক ফাউন্ডেশন পালন করেন। দিবসটি উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের চাটমোহর উপজেলার প্রতিটা কেন্দ্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলণ ও সকল কেন্দ্রে শিক্ষক ও ছাত্রদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১ টায় চাটমোহর উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা, কোরআন খতমের ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, জেলা পরিষদ সদস্য মোঃ সাইদুল ইসলাম পলাশ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ট সুপার ভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় ইসলামি ফাউন্ডেশানের সকল শিক্ষক/শিক্ষিকা ও ইমাম বৃন্দ উপস্থিত ছিলেন।
