শিরোনামঃ

আজ শুক্রবার / ২৬শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ / শরৎকাল / ১১ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ / ৮ই রবিউস সানি ১৪৪৬ হিজরি / এখন সময় রাত ৩:০২

ক্যারিয়ারে সবচেয়ে খারাপ কোচ ফন গাল জানালেন ডি মারিয়া

স্বাধীন খবর ডেস্ক : আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া অনেক কোচের অধীনেই খেলেছেন। তাদের মধ্যে ভালো খারাপ থাকলেও খুব বাজে কেউ থাকতে পারে সেটা অকল্পনীয়। তবে ডি মারিয়া জানালেন, তার ক্যারিয়ারে সবচেয়ে খারাপ কোচ একজন আছেন, তিনি লুইস ফন গাল। সম্প্রতি ইএসপিএনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মারিয়া। সেখানেই জানিয়েছেন, তার ক্যারিয়ারে সবচেয়ে খারাপ কোচ ফন গাল।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় এক মৌসুম ফন গালকে কোচ হিসেবে পেয়েছিলেন আর্জেন্টাইন উইঙ্গার। তখনই অনুভব করেছেন ফন গালের দর্শন। যা তাকে সন্তুষ্ট করতে পারেনি।

ফন গালের ওপর ডি মারিয়া এতোটাই নাখোশ যে, খারাপের সার্টিফিকেট দিতে একবিন্দু দ্বিধা করেননি। ডি মারিয়ার ভাষায়, ‘সবচেয়ে বাজে কোচ হচ্ছে ফন গাল, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম।’ ক্যারিয়ারের সেরা কোচদের নিয়েও বলেছেন বিশ্বকাপ জয়ী তারকা।

ডি মারিয়ার ভাষায়, সেরা কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী এ কোচকে ‘অন্যতম সেরাদের একজন’ বলেন তিনি। আর্জেন্টিনার প্রয়াত দুই কোচ আলেসান্দ্রো সাবেলা ও ম্যারাডোনাকে তালিকায় রেখেছেন তিনি। ম্যারাডোনাকে নিয়ে ডি মারিয়া বলেন, ‘আমি তাকে কোচ হিসেবে দেখি না। সে আমার কাছে একজন বন্ধু, ভাই এবং বাবার মতো ছিল।

আমাকে নিয়ে যত বেশি সমালোচনা হয়েছে, সে আমাকে তার চেয়ে বেশি সমর্থন দিয়েছে। আমি আগেও বলেছি, লিও সর্বকালের সেরা। কিন্তু ডিয়েগো হচ্ছে ডিয়েগো। আমার জন্য, আর্জেন্টিনার জন্য এবং বিশ্বের জন্য।’

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap