মাহবুব লিটু ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (২৬ ডিসেম্বর ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার সেকেন্ড অফিসার আসাদুজ্জামান ,উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আব্দুর রহমান কাশিপুর বিজিবি কমান্ডার হাদিউল রহমান, নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাসেন আলী শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কমকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বিন্দু।
সভায়, উপজেলা আইন-শৃঙ্খলা, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্য বিবাহ, সন্ত্রাস ও নাশকতা, সড়ক নিরাপত্তা, নৌ-দুর্ঘটনা প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও জন্ম-মৃত্যু নিবন্ধনের বিষয়ে আলোকপাত করা হয়।