চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার টেবুনিয়া বাইপাস এলাকায় কাঠবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে রবিবার সকাল ৭টার দিকে চাটমোহরের ৩ দিন মজুর নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
নিহতরা হলেন, চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আলী আশরাফের ছেলে শাহীন আলম (৫০), একই উপজেলার আটলংকা গ্রামের ওম্বর আলীর ছেলে আহাম্মদ আলী (৪৮) ও ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৫০)। আহত জফির উদ্দিন (৫৫) বালুদিয়ার গ্রামের হোসেন মন্ডলের ছেলে।
জানা গেছে, পাবনার টেবুনিয়া এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন দিনমজুর। পথিমধ্যে কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় উল্টে যাওয়া ওই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ দিন মজুর ঘটনাস্থলেই নিহত হন।