চাটমোহর অফিস : পাবনার চাটমোহর পৌরসদরসহ হাট বাজারে কাঁচা মরিচ চড়া দামে বিক্রি হচ্ছে। বুধবার সকালে পৌর সদরের থানার বাজারে গিয়ে দেখা গেছে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ ‘শ টাকা করে। ব্যবসায়ীরা ক্রেতাদের পোয়া ১০০ টাকা করে দাম চেয়ে বিক্রি করার চেষ্টা করছেন।
অনেকেই বলছেন কাঁচা মরিচের ঝাঁজ বেশি।
জলেশ্বর গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলী মাস্টার জানান, দাম সর্বকালের সকল রেকর্ড ভঙ্গ করেছে। গত ৫/৭দিন আগে উপজেলার প্রতিটি হাটবাজারে প্রতি কেজি কাঁচামরিচ কখনো ৩০০টাকা আবার কখনো ৩৩০টাকা দরে বিক্রি হয়ে আসছিল। কিন্তু বুধবার উপজেলার অধিকাংশ হাটবাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে ক্রেতারা জানান। চলতি মৌসুমে কাঁচামরিচের দাম বাড়লেও কখনো প্রতি কেজি ২০০ বা ২৫০টাকার বেশি হয়নি। কিন্তু বর্তমান বাজার সর্বকালের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এতে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচামরিচ কেনা সম্ভব হচ্ছে না।
দাম বেশি নেওয়ার ব্যাপারে ব্যবসায়ী আজিবার হোসেন জানান, চাহিদা অনুযায়ী কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে না। বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
