স্বাধীন খবর ডেস্ক : চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ১৭ এপ্রিলের পরীক্ষা ৯ মে বিকেলে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া ৪ এবং ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে অনুষ্ঠিত হবে।
সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শবে বরাতের কারণে একদিনের এবং অন্য পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পরিবর্তন করা হয়েছে।