শিরোনামঃ

আজ শুক্রবার / ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সন্ধ্যা ৬:১১

উলিপুরে বিবিএফজি প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : ‘সকলে মিলে শপথ করি, বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে শনিবার (১২ফেব্রুয়ারি) আরডিআরএস’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আয়োজনে, উপজেলা প্রশাসন, ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধে কমিটি, ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায়, সিডা, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় দূর্গাপুর ও বুড়াবুড়ি ইউনিয়নে আলাদা আলাদাভাবে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুড়াবুড়ি ইউপিঃ বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত প্রকল্প সমাপনী কর্মশালায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার (এরশাদ)।

এসময় বক্তব্য রাখেন, বুড়া-বুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আইয়ুব আলী, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম , ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, ফেডারেশন সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন যুব ফোরাম এর সভাপতি মুহসিন আলী, কাজী মাওলানা নুরনবী সরকার, ইউএফ আলিফা, নাসিমা, জীবন প্রমূখ।

দূর্গাপুর ইউপিঃ এদিকে ওই প্রকল্পের সমাপনী কর্মশালা দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান আবু সায়েম,চ্যাম্পিয়ন বাবা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষজন।

 

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap