ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদী সদর হাসপাতাল থেকে আজ (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে ১দিনের ১টি মেয়ে বাচ্চা চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে,গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বহরপুর এলাকার আফিলের ছেলে রাসেল এর স্ত্রী রোজিনা খাতুন বাচ্চা প্রসব করার জন্য ঈশ্বরদী সরকারী হাসপাতালে ভর্তি হয়।
রাতেই নরম্যাল ডেলিভারীর মাধ্যমে সে একটি মেয়ে বাচ্চা প্রসব করে। রাতেই প্রসূতি রোজিনাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়িতে তার খিচুনি শুরু হলে রাতেই আবার তাকে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা তাকে পাবনা পাঠানোর কথা বলে। পরে এক পর্যায়ে পাবনা না পাঠিয়ে এখানেই ৩দিন সেবা নেওয়ার কথা বলে । ফলে বাড়িতে থাকা বাচ্চাটিকে ভোরে মায়ের কাছে নিয়ে আসা হয়।
ক পর্যায়ে প্রসূতির কাছে থাকা তার নিকট আত্মীয় বিশেষ কাজে অন্যত্র গেলে একজন কালো বোরখা পড়া অচেনা এক স্বাস্থ্যবান ফর্সা মহিলা বাচ্চাটির কান্না শুনে তার কাছে এসে বাচ্চাটিকে থামানোর কথা বলে কোলে তুলে নেন এবং নাচাতে নাচাতে বাচ্চাটিকে কখন যে গেটের বাহিরে নিয়ে গেছে তা আর কেউ বুঝতে পারেনি।
অসুস্থ অবস্থায় প্রসূতি মা বাচ্চা আনতে দেরী হওয়ায় কষ্ঠ করে বিছানা থেকে ওঠে নিজে নিজে বাচ্চা খুজতে বের হয়ে দেখে কোথাও বাচ্চা নেই। পরে বিষয়টি নার্সকে অবগত করলে নার্স প্রসূতির সাথে রুঢ় ব্যবহার করে। অবশেষে বাচ্চাটির পিতা রাসেল খবর পেয়ে বিষয়টি থানায় অবগত করে থানায় মামলা করতে চাইলে থানা থেকে পুলিশ এসে বাচ্চাটিকে খুজতে থাকে কিন্তু ততনে বাচ্চা চোর মহিলা সকলের চু ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত বাচ্চাটিকে খুজে পাওয়া যায়নি। প্রসূতি হাসপাতালের বেডে শুয়েই কান্নাকাটি করছে। পুলিশ হন্যে হয়ে বাচ্চাটি উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছে।
ঈশ্বরদী সদর হাসপাতালের ডাঃ শামীম ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ বাহাউদ্দিন ফারুকী হাসপাতাল থেকে বাচ্চা চুরির কথা স্বীকার করেন।