ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় এবার প্রায় ৩৯ হাজার ৬৮২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে একযোগে উপজেলার ২১০টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এফ এ আসমা খান জানান, ৩৯ হাজার ৬৮২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার উপজেলার ২১০টি কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ জায়গা যেমন রেলস্টেশন, বাসস্টেশন এলাকাতে ভ্রাম্যমান ভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।