ঈশ্বরদী প্রতিনিধি : সতীর্থ থিয়েটার ঈশ্বরদী শাখার ৫ম দ্বিবার্ষিক সম্মেলন বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসকাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সতীর্থ থিয়েটার ঈশ্বরদী শাখার সভাপতি আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন,ঈশ্বরদী সরকারি কলেজের উপাধ্য্য ড.জাকিরুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। এসময় বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ডামানামিক রিয়েল এস্টেট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কবিরুল ইসলাম।
সাধারণ সম্পাদক প্রভাষক এম রাশেদুল আওয়াল রিজভীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মেলন প্র¯Íতি কমিটির আহব্বায়ক নজরুল ইসলাম রাজা বিশ্বাস,ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্য ইসমাইল হোসেন, মাহবুব খান সংগিত বিদ্যালয়ের মহাপিরচালক ইউনুছ আলী প্রমুখ।
সম্মেলনে আতাউর রহমান বাবলুকে সভাপতি ও প্রভাষক এম রাশেদুল আওয়াল রিজভীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
দ্বিতীয় পর্বে আশিকুর রহমান রুপম এর নির্দেশনায় বাশুদেব বশু রচিত ‘চিকিৎসা সংকট’ নাটক পরিবেশন করা হয়।