সেলিম আহমেদ, ঈশ্বরদী থেকে : ব্রিটিশ বিরোধি আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কিংবদন্তি প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড জসিম উদ্দিন মন্ডলের প্রথম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন ঈশ্বরদী নাগরিক কমিটি, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি ঈশ্বরদী শাখা, মুক্তিযোদ্ধা সংসদ, ঈশ্বরদী প্রেসকাব, জাসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জসিম উদ্দিন মন্ডলের পরিবারের সদস্যরা, খেলা ঘর ও পশ্চিমটেংরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আজ মঙ্গলবার ঈশ্বরদী কেন্দ্রিয় গোরস্থানে কমরেড জসিম উদ্দিন মন্ডলের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণের আগে উপস্থিত সকলে এক মিনিট নিরবতা পালন করেন। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গত বছর এই দিনে উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা ও কমিউনিষ্ট নেতা কমরেড জসিম উদ্দিন মন্ডল বার্ধক্যজনিত নানা রোগে অক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন।