ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আট দিন বয়সের এক শিশু কন্যা চুরি হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় শহরের শহিদ আমিন পাড়া এলাকার শাহজামালের আট দিন বয়সের শিশু কন্যা নুরি বাড়ির শয়ন কক্ষ থেকে চুরি হয়।
নুরির চাচা আবু মুসা জানান, রোববার সাড়ে ১১টার দিকে বাড়িতে ভাবী শায়লা বেগম ও তাদের ৮ দিন বয়সের শিশু কন্যা নুরি ছিল। নুরিকে বিছানায় শুইয়ে রেখে ভাবী বাথরুমে যান। বাথরুম থেকে এসে দেখেন নুরি নেই। খোঁজাখুজি করে তাকে পাওয়া যাচ্ছে না। এলাকার মসজিদের মাইকে সঙ্গে সঙ্গে এলাকাবাসিকে জানানো হয়েছে। আমরা বিভিন্ন এলাকায় সন্ধ্যান চালিয়ে যাচ্ছি। থানা পুলিশকে অবিহিত করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ শহিদ আমিন পাড়া শাহজামালের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে।