গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩ লÿ,৮৬ হাজার,২ শ, ৬২জন ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তর্থ্য অনুযায়ী আসনটিতে এবার ৩,৮৬,২৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে ১ লÿ,৮৮হাজার,৭৫১ জন পুরুষ ও ১ লÿ,৯৭ হাজার,৫১১ জন মহিলা। মোট ভোটারের মধ্যে হিন্দু ২১ হাজার,৪ শ, ৯৩ জন,আদিবাসি ১ হাজার,৭ শ, ৫৯ জন ও বৌদ্ধ ভোটার ২৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটারদের সুবিধার্থ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায় উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ১৩৯ টি ও বুথ সংখ্যা বাড়িয়ে ৭৪১টি করেছেন।