আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়ার সোনাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিÿক আলহাজ বজলুর রহমান গত বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। বৃহষ্পতিবার সকাল ১১টায় মাজপাড়া ইউনিয়নের খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে সোনাকান্দর কবর স্থানে তার দাফন সম্পূন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৪) বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও.মো: জহুরুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, শিÿা কর্মকর্তা সিরাজুম মনিরা, মাজপাড়া ইপি চেয়ারম্যান আ্ব্দুল গফুর মিয়া, প্রধান শিÿক কেএম রইচ উদ্দিন, উপজেলা শিÿক সমিতির সভাপতি আলহাজ আশরাফ আলী সহ আরো অনেকেই