স্বাধীন খবর ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন,১৬ কোটি মানুষকে মেরে ফেলতে পারবে না। যারা হুমকি দাও তোমরা কাপুরুষ। কাপুরুষরা পেছন থেকে হামলা করে। ভয় দেখাও, আসো সামনাসামনি। আমি ভয় পাই না, আমি চ্যালেঞ্জ করছি। যারা মনে করে আমাদের ভয় দেখালে আমরা ভীত হয়ে যাব, তারা আহাম্মক। বন্দুক নিয়ে আসো সামনাসামনি।
আজ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) কতৃক আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় তিনি একথা বলেন।
পুলিশের আইজির উদ্দেশে তিনি বলেন, বে-আইনি অর্ডার মেনে নেওয়া অপরাধ। যারা বেআইনি অর্ডার দিয়েছে তারা অপরাধী। তার দেশ ও স্বাধীনতার শত্রু, সংবিধানের শত্রু।
কামাল হোসেন বলেন, স্বাধীন দেশে কেউ প্রজা নয়। তারা নাগরিক। যারা প্রজার কথা বলছেন, মাথা ঠিক করে কথা বলেন। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের যেন কেউ আর প্রজা বলতে না পারে, তার জন্য ৩০ তারিখ দেখিয়ে দিতে হবে। আর মাত্র পাঁচ দিন আছে। আপনারা ভোটের মাধ্যমে দেখিয়ে দিন। আমাদের যেন কেউ আর প্রজা বলতে না পারে। আমরা প্রজা না। আমরা নাগরিক। স্বাধীন দেশের মানুষ কেউ প্রজা না। তারা নাগরিক। নাগরিকের দায়িত্ব আছে, কর্তব্যও আছে।
এসময় উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, ড্যাব সভাপতি ডা. আজিজুল হক। সভাপতিত্ব করেন ড্যাবের সদস্য সচিব ডা. এজেডএম জাহিদ হোসেন।