স্বাধীন খবর ডেস্ক : দেশে মাদকের অপব্যবহার, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আনসার এবং ভিডিপিসহ সংশ্লিষ্ট সকল সদস্যকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩৯তম জাতীয় সমাবেশে তিনি বলেন, ‘মাদকের অপব্যবহার, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর দেশের বিভিন্ন জাতীয়, সামাজিক ও ধর্মীয় উৎসবে আনসার ও এর অঙ্গ সংগঠনের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকতার সাথে কাজ করছেন।
৩০ ডিসেম্বর নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা উল্লেখ করে শেখ হাসিনা যথাযথভাবে ভোটের সময় তাদের দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জানান।