আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্ধোন করা হয়েছে। মঙ্গলবার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আকরাম আলী প্রধান অতিথির উপস্থিত থেকে এই সততা স্টোর উদ্বোধন করেন। উক্ত উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেলাল হোসেন খান।
আটঘরিয়া উপজেলা দূর্ণীনি প্রতিরোধ কমিটির আয়োজনে ও পাবনা জেলা দূণীতি দমন কমিশন সম্বিলিত জেলা কার্যালয়ের সহযোগিতায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দূণীতি দমন কমিশন ও সম্বিলিত কার্যালয়ের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাহজাহান আলী, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন। উক্ত উদ্ধোধন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক ফারুক হোসেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ আব্দুল জলিল, সহকারি প্রধান শিক্ষক রহুল আমিন, শিক্ষক আরশেদ আলী, মকছেদুর রহমান, আবু রাসেল, হেলাল উদ্দিন, রনজু, আব্দুর গাফ্ফার প্রমূখ। অনুষ্ঠান শেষে ৭০ জন শিক্ষার্থীদেরকে উপবৃক্তি প্রদান করা হয়।