সংবাদদাতা : পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় আকষ্মিক পরিদর্শন করেছেন সহকারি পরিদর্শক। ( ২৬ ফেব্রæয়ারি) জেলা শিক্ষা অফিস পাবনার সহকারি পরিদর্শক মোঃ মোকলেছুর রহমান বিদ্যালয়টি আকষ্কিক পরিদর্শন করেন। তিনি সরেজমিনে শ্রেণি কÿের পাঠ পর্যবেক্ষণ করেন। এ সময় শ্রেণি কÿে শিক্ষক পাঠপরিকল্পনা সম্বলিত তাঁর ডায়েরী করেছেন।
শিক্ষকদের শিক্ষক ডায়েরী, পাঠ উপস্থাপনা, বিদ্যালয়ের খেলার মাঠ, সীমানা প্রাচীর, শহীদ মিনারসহ বিদ্যালয়ের অবস্থান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের সকল শিÿক কর্মচারী উপস্থিতি ছিলেন। পরিদর্শন শেষে সহকারি পরিদর্শক মোঃ মোকলেছুর রহমান বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য কিছু দিক নির্দেশনা প্রদান করেন।