আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : “স্কাউটিং করি মাদক মুক্ত জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলা স্ক্উাটস এর ১০ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া উপজেলা নিার্বহী অফিসার মো: আকরাম আলীকে সভাপতি, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক ফারুক হোসেনকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী উপজেলা স্কাউটস এর একটি নূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এসময় সভাপতিত্ব করেন ইউএনও মো: আকরাম আলী। গতকাল মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে আয়োজিত কাউন্সিলে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহজাহান আলী, উপজেলা স্কাউটস ইউনিট শাখার সভাপতি আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক বেলাল হোসেন খান, কমিশনার সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজা, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক মাহাতাব উদ্দিন, সহ-সভাপতি একে এম রইচ উদ্দিন রবি, ইউনিট সভাপতি ও শ্রীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিÿক আসাদুজ্জামান খান মনি, সহ-সভাপতি আশরাফ আলী, ধলেস্বর মাদরাসার সুপার আব্দুস সামাদ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক স্কাউটস কমিশনার সুলতান মাহমুদ, কয়রাবাড়ী বহুমুখী উচ্চি বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ও মানপত্র পাঠ করেন উপজেলা স্কাউটস এর সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন। উক্ত ১০ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা স্কাউটস এর যুগ্ম সাধারন সম্পাদক ও ফুলবাড়ীয়া সপ্রাবি এর প্রধান শিÿক আশরাফ আলী।
পারখিদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক আলতাব হোসেন, দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক মাহবুবা খাতুন মায়া সহ উপজেলা স্কাউটের সকল সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।