আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপকরণ বিতরণ সম্পূর্ন্। একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের মোট ১লাখ ১৯ হাজার ১শ ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫৯ হাজার ৭ শ ৬৮ এবং মহিলা ভোটার ৫৯ হাজার ৩ ৪৮ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৮ মার্চ আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক তারভীর ইসলাম মোটর সাইকেল), জেলা আওয়ামী লীগের সদস্য ইশারত আলী (আনারস), আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোবারক হোসেন পান্না (নৌকা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন আবু নছর (টিউবওয়েল), হেলাল উদ্দিন হেলাল (উড়োজাহাজ), মহিদুল ইসলাম (বই), জাহাঙ্গীর আলম (পালকি), হাবিবুলøাহ মোলøা (চশমা), খাইরুল ইসলাম জীবন (মাইক), আব্দুস সাত্তার মোহাম্মদ শরিফুল ইসলাম সোহেল ( তালা), আক্কাস আলী (টিয়াপাখী), জালাল উদ্দিন (বাল্ব), জাহাঙ্গীর (গ্যাস সিলিন্ডার), তাহমিনা সুলতানা (হাঁস), রুনা আক্তার (ফুটবল), জোসনা খাতুন (কলস), আমিনা আক্তার নিলা (সেলাইমেশিন), শেখ কাজী সোনিয়া (পদ্মফুল)।
আটঘরিয়া উপজেলায় ৪৫টি কেন্দ্রে ৪৫ জন প্রিজাইডিং অফিসার ২শ পুলিশ, ৪৫ জন পিসি,৪৫ জন এপিসি, পুরুষ আনসার ২শ৭০ জন, মহিলা আনসার ১শ ৮০ জন সহ র্যাব বিজিবি টহলরহ রয়েছেন। ।
ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এসকল প্রার্থীরা তাদের জনমত যাচাইয়ের জন্য জনগণের দাঁড় প্রাপ্তে গিয়ে নিজেদের যোগ্যতা পরিচিতি ও জনসেবার বিভিন্ন প্রতিশ্রæতি দিয়ে ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করছেন।