মাসুদ রানা, আটঘরিয়া, (পাবনা) : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপজেলার সর্বত্ত প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন পাড়া মহল্লার ভোটারদের দ্বারে-দ্বারে ভোট প্রার্থনা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, আগামী ১৮ মার্চ আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের জন্য আটঘরিয়ায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এসকল প্রার্থীরা তাদের জনমত যাচাইয়ের জন্য জনগণের দাঁড় প্রাপ্তে গিয়ে নিজেদের যোগ্যতা পরিচিতি ও জনসেবার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করছেন।
আটঘরিয়া উপজেরায় ১টি পৌর সভা ও ৫টি ইউনিয়নের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত। ইউনিয়ন গুলো হলো- দেবোত্তর, চাঁদভা, মাজপাড়া, একদন্ত, লক্ষীপুর। উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১শ ১৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫৯ হাজার ৭ শ ৬৮ এবং মহিলা ভোটার ৫৯ হাজার ৩ ৪৮ জন। এই এলাকার জনগনের জীবনযাত্রার মান মধ্য পর্যায়ে। অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষি কাজ।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন প্রার্থীর মধ্যে সর্বস্তরের মানুষের মধ্যে সাড়া জাগিয়েছে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক ও আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং আটঘরিয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতনের ছেলে মো. তানভীর ইসলাম। স্
থানীয় ভোটাররা বলছেন আটঘরিয়া উপজেলার মানুষের জীবন মান এবং এলাকার উন্নয়নে একজন তরুন নেতৃত্বেই সম্ভব। এবিষয়ে মো. তানভীর ইসলাম বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে উপজেলার তৃনমূল পর্যায়ে মেহনতী ও দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুঃখ দূর্দশা দূর করা এবং রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ গ্রামীন অবকাঠামো উন্নয়ন করতে সার্বিক চেষ্টা করবো।
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. মোবাররক হোসেন পান্না নৌকা প্রতিক পেলেও নির্বাচনে মাঠে পাচ্ছেন না উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় কোন নেতা কর্মীকে। যে কারনে নির্বাচন করতে হিমশীম খাচ্ছেন।
অপর দিকে প্রার্থী হয়েছেন আওয়ামীলীগের মনোনয়ন চাওয়ার তালিকায় ১ নাম্বারে থাকা মো. ইশারত আলী। তিনি এর আগে ২ বার উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি পূর্বের ভুলত্রæটি ভুলে গিয়ে আগামীতে তাকে পুনঃরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করলে আটঘরিয়া উপজেলার সাধারন মানুষের দুঃখ দূর্দশা দুর করবেন বলে প্রতিশ্রুতি দিয়েই ভোটাদের কাছে ভোট চাইছেন। এই প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন।
ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দিতা করছেন ১০জন প্রার্থী। এরা সবাই প্রতীক বিহীন ভাবে মাঠে নিজের পরিচিত লাভের জন্য ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আমেনা আক্তার নীলা, আবু নছর ও জোসনা খাতুন সহ ৫ জন। যে সকল প্রার্থী জনসেবা মূলক কাজে অংশ গ্রহন করে আসছেন। এসকল প্রার্থীকেই এবারে নির্বাচনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে অনেকেই মন্তব্য করছেন।