আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি : আটঘরিয়া উপজেলা নির্বাচনে আচরণ বিধিমালা ভঙ্গের অপরাধে ২ চেয়ারম্যান প্রার্থী ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ভ্রাম্যমান আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন আটঘরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও ম্যাজিষ্ট্রেট মাহফুজা সুলতানা।
আগামী ১৮ মার্চ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালা ভঙ্গের অপরাধে গত মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় প্রাথী মোবারক হোসেন পান্না (নৌকা) প্রতীককে ২০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী তানভীর ইসলাম (মোটরসাইকেল) প্রতীককে ২০ হাজার টাকা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ কাজী সোনিয়া (পদ্মফুল)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।