আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের রাসেল মাস্টারের বাড়ীর সামনে মোটর সাইকেল ও টলির সাথে এক সংর্ঘষে দুই জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে আকাশ (১৮) নামক এক যুবকতে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাঁধনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দুইটার দিকে।
জানা গেছে, আটঘরিয়া পৌর সভা ছাত্রলীগের সভাপতি বাঁধন ও আকাশ মোটর সাইকেল যোগে টেবুনিয়া যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে আসা পথি মধ্যে একটি টলির সাথে মোটরসাইকেলের সংর্ঘষ বেঁধে যায়্। এতে তারা গুরুতর আহত হন।