আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় সড়ক দূর্ঘটনায় ২জন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাদেরকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধারাতে দেবোত্তর- খিদিরপুর সড়কের হাড়লপাড়া নামক স্থানে মোটর সাইকেল-অটোবাইকের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন-উপজেলার হাঁপানিয়া গ্রামের শরিফুল ইসলাম (২১), রতন আহম্মেদ (২০)।