আজ [bangla_day] / [bangla_date] / [bangla_season] / [english_date] / [hijri_date] / এখন সময় [bangla_time]

আটঘরিয়ায় ভলিবল টুর্নামেন্ট উদ্ধোধন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি :  পাবনার আটঘরিয়া উপজেলা পর্যায়ে ভলিবল টুর্নামেন্ট খেলা ্উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহষ্পতিবার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল তিনটার সময় প্রধান অতিথি থেকে টুর্নামেন্ট শুভ উদ্ধোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আকরাম আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, প্রধান শিÿক মাহতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুলতার মাহমুদ। উক্ত টুর্নামেন্টটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সাত্তার। ধারা বর্ণনায় ছিলেন প্রভাষক তুহিন আক্তার খান ও সহকারি প্রধান শিÿক ফারুক হোসেন। স্কোরের দায়িত্বে ছিলেন মো: সোহেল রানা। প্রথম ম্যাচে নতুনপাড়া যুব ভলিবল একাদল ২-০ গেমস্ েডিকেবি কল্যাণ সমিতি চাটমোহরকে পরাজিতহ করে বিজয় অর্জন করেন। ২য় ম্যাচে আটঘরিয়া বিএলকে স্পটিং কাব ২-০ গেমস্ েকালিকাপুর নবদূত স্পটিং কাবকে পরাজিত করে বিজয় গৌবর অর্জন করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*