আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৩জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার আটঘরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজা সুলতানা এই জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজা সুলতানা জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অপরাধে চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন পান্নার (নৌকা) ১০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী আলহাজ মো: ইশারত আলী (আনারস) ১০ হাজার টাকা, তানভীর ইসলাম (মোটর সাইকেল) ২০ হাজার টাকা,
ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নছর (টিউবওয়েল) ৮ হাজার টাকা, তাহমিনা সুলতানা তহুরা (হাঁস) ১০ হাজার টাকা, হেলাল উদ্দিন (উড়োজাহাজ) ১০ হাজার টাকা, মহিদুল ইসলাম (বই) ১০ হাজার টাকা, রুনা আক্তার (ফুটবল) ৫ হাজার টাকা, জাহাঙ্গীর আলম ( পালকি) ১০ হাজার টাকা, হাবিবুলøাহ মোলøা (চশমা) ১০ হাজার টাকা, আমিনা খাতুন নীলা (সেলাইমেশিন) ১০ হাজার টাকার, শেখ কাজী সোনিয়া (পদ্মফুল) ১০ হাজার টাকা, ও খাইরুল ইসলাম জীবন (মাইক) কে ১০ হাজার টাকা জরিমানা করেন।