আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : আটঘরিয়া উপজেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর এবং প্রবাহ মহিলা উন্নয়ন সংস্থার সহযোগিতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পাবনার উদ্যোগে অসহায় অসচ্ছল প্রতিবন্ধী-যেমন স্ট্রোক, ফ্রোজেন, শোল্ডার, জিবিএস প্যারালাইসিস,অথ্রাইটিস অকুপেশনাল থেরাপি,স্পীস এ্যান্ড ল্যাঙ্গয়েজ থেরাপি সেরিব্রাল প্যালসি,আঘাত জনিত সমস্যা,
প্রতিবন্ধীতা সম্পর্কিত গণসচেতনতা কাউন্সিলিং এবং যে কোনো ধরনের প্রতিবন্ধীতার ঝুকি রয়েছে এমন ব্যক্তিদের বিনামূল্যে বিশেষ চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে সেবা প্রদানের লÿে ‘ দুই দিন ব্যাপি স্বাস্থ্য ক্যাম্পেইন’ গতকাল রবিবার সম্পূর্ণ হয়েছে।
আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দুই দিন ব্যাপি স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা প্রদান করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডা. শামীমা নাসরিন,সহকারি থেরাপি জালাল উদ্দিন প্রমূখ।