আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১০জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মধ্যে বারী সরকার নামক ১জন ভাইস চেয়ারম্যান প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। বুধবার উপজেলা রিটার্নিং অফিসারের কাছে তার প্রত্যাহার পত্র জমা দেন।
৩জন চেয়ারম্যন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এরা হলেন দলীয় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মোবারক হোসেন পান্ন, সাবেক ছাত্র লেিগর কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক তানভীর ইসলাম, জেলা আওয়ামীলেিগর সদস্য আলহাজ ইশারত আলী।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আক্কাস আলী, আবু নছর, খাইরুর ইসলাম, হাবিবুহ মোলøা, জাহাঙ্গাগীর আলমী,মহিদুল ইসলাম, মো: জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, জালাল উদ্দিন। মহিরা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আমেনা আক্তার নীলা, জোসনা খাতুন, তাহমিনা সুলতানা, শেখ সোনিয়া হক, রুনা কাতুন।
আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।