মাসুদ রানা : আটঘরিয়া, (পাবনা) : পাবনার আটঘরিয়া উপজেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগিত পরিবেশন প্রতিযোগীতা সোমবার উপজেলা পরিষদ হল রুমেঅনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগীতায় ৫টি ইউনিয়নএবং পৌরসভাসহ মোট ৬টি দল স্কুল পর্যায়ে প্রতিযোগীতা শেষে উপজেলা পর্যায়ে অংশ গ্রহণ করে।
প্রতিযোগীতায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, খিদিরপুর প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয়, কয়রাবাড়ী প্রাথমিক বিদ্যালয় ৩য়, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় দ্বিতীয়, একদন্ত উচ্চ বিদ্যালয় ৩য়, কলেজ পর্যায়ে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় প্রথম,
ডেঙ্গারগ্রাম কলেজ ২য় এবং মাজপাড়া আলিম মাদ্রাসা ৩য় স্থান লাভ করে। প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিÿা অফিসার মোছা. শিউলি আহম্মেদ। প্রতিযোগীতায় উপজেল শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. শাহীন জোয়াদ্দার এর নেতৃত্বে ৬ সদস্যের বিচারক দায়িত্ব পালন করেন।