চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার কৃতি সন্তান, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকা থেকে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) ড.মোঃ ফসিউর রহমান রবিবার (১১ জুন) চাটমোহর ও ফরিদপুরের বিভিন্ন এলাকার সাধারণ ভোটার ও গনমানুষের সাথে মত বিনিময় ও গনসংযোগ করেছেন।
রবিবার সকালে ড.মোঃ ফসিউর রহমান চাটমোহরের ভাদুনগর ও রেলবাজার এলাকায়, বিকেলে ফরিদপুরের ডেমরা ও বেড়হাউলিয়া এলাকায় গনসংযোগ ও মতবিনিময় করেন।
বিভিন্ন স্থানে মত বিনিময় ও গনসংযোগকালে ড.ফসিউর রহমান সাধারণ ভোটারদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ও অর্জনের কথা তুলে ধরেন। আগামি দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসব এলাকার সাধারণ মানুষ মেজর জেনারেল (অবঃ) ফসিউর রহমানকে উষ্ম অভ্যর্থনা জানান। আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।