বেড়া (পাবনা) প্রতিনিধি : নসিমন, করিমন, লেগুনা মহাসড়কে চলাচল নিষিদ্ধ হলেও বেড়ার ঢাকা-পাবনা মহাসড়কে আইন অমান্য করেই মাঝে মধ্যে চলাচল করে। তবে বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় এসব নিষিদ্ধ যানবাহনের প্রয়োজনীয়তা বেড়ে যায়। তখন এসব নিষিদ্ধ যানবাহন যেন অনেকটা প্রকাশ্যেই মহাসড়কে চলাচল করে।
খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য দুরের ছাত্রছাত্রীরা এসব যানবাহনই বেশি ব্যাবহার করে। তার প্রধান কারণ সহজে, অনেকে একসাথে এবং কম খরচে যাওয়া আসার বিকল্প কোন যানবাহন নেই। তাই দূর দুরান্ত থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের বহন করার জন্য এসব নিষিদ্ধ যানবাহনই একমাত্র ভরসা হয়ে দাড়ায়।
গত রবিবার থেকে শুরু হওয়া পিএসসি পরীক্ষার প্রথম দিনেই মহাসড়ক জুড়ে এমন চিত্র চোখে পরেছে। গাদাগাদি করে শিক্ষার্থী নিয়ে পরীক্ষার কেন্দ্রে রওনা হয়। দুর্ঘটনার ঝুঁকি থাকলেও তা মাথায় নিয়েই এসব যানবাহন নিশ্চিন্তে ব্যাবহার করছে। নাটিয়াবাড়ি কেন্দ্রে পরীক্ষার্থীর সাথে আসা অভিভাবক ফিরোজ হোসেন বলেন, ঝুঁকি আছে জেনেও নসিমন করিমনে আসতে হয়। কারণ আশেপাশের অনেকেই একসাথে আসে। একটু সুবিধা হয়। তাছাড়া এইটুকু পথে এর চেয়ে বিকল্পও নেই”।