গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাঁদুয়া গ্রামের আছালত প্রামানিকের বুদ্ধি প্রতিবন্ধি অবিবাহিত মেয়ে আতিয়া খাতুন (১৫) এখন ছয় মাসের অন্তঃসত্তা। অভিযোগ উঠেছে প্রতিবেশি তোফাজ্জলের ছেলে সানারুল ইসলাম (২২) বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী আতিয়ার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। গ্রাম প্রধানরা সামাজিকভাবে বিচার করতে গিয়ে ব্যর্থ হয়।
অবশেষে ভুক্তভোগীর মা দিনমজুর আফরোজা বেগম গুরুদাসপুর থানা পুলিশের কাছে বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর মা জানায়, সানারুল তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে আতিয়ার সাথে প্রেমে অভিনয় করে সম্পর্ক গড়ে তোলে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ নিয়ে সানারুলের পিতা তোফাজ্জলসহ স্থানীয় প্রধানরা এক শালিস করে ঘটনার সত্যতা পায়। কিন্তু সানারুল পলাতক থাকায় তার পিতা পরবর্তীতে শালিস করবেন বলে মিথ্যা আশ^াস দিয়ে সময়ক্ষেপন করেন। এ ঘটনায় জল অনেকদুর গড়ালেও বিচারের বাণী নিরবে নিভৃতেই থেকে যায়। অবশেষে মা আফরোজা এ ঘটনায় বাদী হয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ দেন।
শুক্রবার সকালে সরেজমিন গেলে আতিয়া খাতুন জানায়, সানারুল তাকে বিয়ের প্রলোভন দিয়ে পিতা-মাতার অজ্ঞাতে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এখন সে গা ঢাকা দিয়েছে। এ ব্যাপারে বক্তব্য নিতে গেলে সানারুলকে না পেয়ে তার পিতা ও চাচাকে পেলেও তারা কৌশলে সটকে পড়ে।
গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজা অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্তপুর্বক বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।