চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ তুলে বহিরাগতদের মানববন্ধনের প্রতিবাদে চাটমোহর সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বেলা ১১-টার দিকে তারা এই বিক্ষোভ মিছিল করে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০-টার দিকে চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ তুলে কতিপয় বহিরাগত কলেজ গেটে মানববন্ধনের চেষ্টা চালায়। খবরটি জানতে পেরে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা সুমন হোসেন, ফাহিম শাহরিয়ার অমিয়, বাতেন হোসেন, শুভ হাসানের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।প্রতিবাদ জানান। (প্রেস বজ্ঞপ্তি)